বিবিপি নিউজ: কয়েক বছর পর ফের কোনো সিনেমা ৫০ দিন চলল রূপবাণী প্রেক্ষাগৃহে। আর সেই উপলক্ষে মাত্র ৫০ টাকায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বহুল আলোচিত ছবি ‘পাঠান’ দেখালেন হল কতৃপক্ষ। ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার রূপবাণী প্রেক্ষাগৃহ।
রূপবাণী প্রেক্ষাগৃহ সাড়ম্বরে উদযাপিত ‘পাঠান’-এর ৫০ দিন। দুপুর সাড়ে ১২টার শো-এর টিকিটের মূল্য মাত্র ৫০টাকা ধার্য করে। ১৭ বছর আগে হৃতিক রোশনের ‘কৃশ’ এই প্রেক্ষাগৃহে ৫০ দিন চলেছিল। সেটিই শেষ ছবি। তারপর আর কোনও ছবি এভাবে বাণিজ্য করেনি। হলমালিক বিশেক চৌহানের এই পদক্ষেপে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা। দলবেঁধে বৃহস্পতিবার তাঁরা ছবি দেখতে আসেন।