ইডি থেকে বাঁচতে টাকা ফেরালেন বনি-সোমা!

বিবিপি নিউজ: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে
কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।

শুধু বনি নন, কুন্তলকে গ্রেফতারের পর সোমা চক্রবর্তী নামে দক্ষিণ কলকাতার একটি নেল আর্ট পার্লারের মালিকের নামও পেয়েছিল ইডি। কয়েক বছর আগে কুন্তলের থেকে প্রায় আধ কোটি টাকারও বেশি গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। তাঁকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, বনির মতো গতকাল রাতে সেই ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তী৷