অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, নিখোঁজ দুই পাইলট

বিবিপি নিউজ: বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মান্ডালায় মহরন চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার। এই দূর্ঘটনায় নিখোঁজ লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার দুই পাইলট।

সেনা সূত্রে খবর জানা গেছে, বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি ভেঙে পড়েছে বলে সেনার এক সূত্রে দাবি করা হয়েছে। অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, ওড়ার পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান যে, একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন তাঁরা।

সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়ত বলেন, “বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারটির। সকাল সওয়া ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারটি মান্ডালায় ভেঙে পড়েছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।”