বৃদ্ধ বয়সে পিএইচডি ডিগ্রি করলেন, কটাক্ষ ৭৯ বছরের অধ্যাপককে

বিবিপি নিউজ: পড়াশোনার যে শেষ নেই,এই প্রবাদটি রয়েছে আমাদের সমাজে। কিন্তু বাস্তবে তা প্রমান করলেন এক অধ্যাপক। ৭৯ বছর বয়সে এসে ডক্টরেট ডিগ্রী অর্থাৎ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হলেন নেটিজেনদের একাংশের। তবে অধিকাংশ ক্ষেত্রে ওই অধ্যাপককে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞানে নিজের পিএইচডি শংসাপত্র পেলেন প্রভাকর কুপ্পাহাল্লি নামের অধ্যাপক। জ্ঞানের সন্ধানে বয়স যে কোনো বাধা হতে পারে না, সে কথাকেই আবারও এক বার প্রমাণ করল তাঁর দৃঢ়তা। বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর এক জন ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য প্রভাকর। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত।

ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ওই কলেজ থেকেই তিনি পিএইচডি করার জন্য নথিভুক্ত হয়েছিলেন। প্রভাকর বলেন, “পিএইচডি করার স্বপ্ন দেখে এসেছি দীর্ঘদিন ধরে। সেই কবে কম বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার সময় এটার একটা পরিকল্পনা করেছিলাম। তবে পরিস্থিতির চাপে পড়ে সেটা আর সম্ভব হয়নি”। এ ভাবেই কেটে গিয়েছে বেশ কয়েক দশক। প্রভাকর বলেন, “৭৫ বছর বয়সে এসে আবারও পিএইচডি করার পরিকল্পনা করি। পদার্থ বিজ্ঞানে পিএইচডি করার জন্য ২০১৭ সালে আমি নাম নথিভুক্ত করেছিলাম। তার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি”।