ফোন নিয়ে বচসা, ঘুমন্ত অবস্থায় স্বামীকে বটি দিয়ে একের পর এক কোপ স্ত্রীর

বিবিপি নিউজ: ফোন নিয়ে বচসার জেরে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক। পলাতক অভিযুক্ত মহিলা।

ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলানঙ্গির জেলার কেসারাকেলা গ্রামের। পুলিশ সূত্রে জানা গেছে,
গণেশ্বর সুনা নামের ওই ব্যক্তি সঙ্গে ছয় বছর আগে ছত্তীসগঢ়ের বিলাসপুরের বাসিন্দা ঈশ্বরী কুমারীকে বিয়ে করেন। তাঁদের ৪ বছরের এক মেয়ে রয়েছে।

রবিবার, নিজের কোনও প্রয়োজনে ঈশ্বরী তাঁর স্বামীর কাছে ফোন চাইলে, তিনি একেবারেই নাকচ করে দেন। জানান, তাঁর ফোনে ডেটা প্যাক শেষ হয়ে গিয়েছে। তাই ফোন তাঁকে দেওয়া যাবে না। তখন কিছু না বললেও ঈশ্বরী সুযোগের অপেক্ষায় ছিলেন। স্বামী ঘুমিয়ে পড়া মাত্রই ঘরে থাকা বটি নিয়ে স্বামীকে এলোপাতাড়ি কোপ মারতে থাকেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন যুবককে। এই ঘটনার পর স্ত্রী শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। হাসপাতালের বেডে শুয়ে আহত অবস্থাতেই সুনা বলেন, “এই ঘটনা প্রথম নয়, আগেও ফোন নিয়ে আমাদের মধ্যে অশান্তি হয়েছে। আমি স্ত্রীর নামে পুলিশে অভিযোগ জানাতে চাই।”