অস্কার পেল ‘Naatu Naatu’ অরিজিনাল গান, মঞ্চে এই গানে ডান্স পারফরম্যান্সও

বিবিপি নিউজ: এবার অস্কারের মঞ্চেও ধামাল কামাল জারি ‘নাটু নাটু’-র৷ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে সেরার সম্মান এল ভারতের ঝুলিতে৷ এবারই প্রথম এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ভারতীয় কোনও গান৷

এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোনে তিনি ভারতীয় সঙ্গীতের এই গানটির নাম করতেই অস্কারের এলিট উপস্থিতদের মধ্যে হাততালির তুফান ওঠে। মঞ্চে প্রাইজ পাওয়ার আগে এই গানে ডান্স পারফরম্যান্সও হয়।