বিবিপি নিউজ: উথালপাথাল অবস্থা পাকিস্তানের। ক্ষোভের আগুনে জ্বলছে। রবিবার লাহোরে ফের ১৪৪ ধারা জারি করল। শনিবার রাতেই জরুরি ঘোষণা করা হয়েছে। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লাহোরে দ্বিতীয়বারের মতো ১৪৪ ধারা জারি করা হল। পাঞ্জাব সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পিটিআই আজ রবিবার নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে।
রবিবার লাহোরে ইমরানের পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই-এর নির্বাচনী সমাবেশ হওয়ার কথা ছিল। আর সেই সমাবেশকে সামনে রেখেই পঞ্জাব সরকার আজ ১৪৪ ধারা জারি করেছে লাহোর জুড়ে। ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়ে পিটিআইয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। ইমরান খানের নির্দেশে পিটিআই নেতা বাবর আওয়ান পাকিস্তানের নির্বাচন কমিশনে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন।