‘সিদ্দিকুল্লা দূর হটো’! বিপাকে মন্ত্রী, বিক্ষোভ তৃনমূল নেতা-কর্মীদের

বিবিপি নিউজ: ক্ষোভ আগেই ছড়িয়ে পড়েছিল। এবার তা প্রকাশ্যে রাজ্যের মন্ত্রীকে দূর হটো বলে বিক্ষোভ দেখালেন খোদ শাসকদল তৃনমূলের কর্মী সমর্থকেরা। আর এমনটা হয়েছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে। তাঁরই বিধানসভা এলাকায়! স্লোগান উঠল, ‘সিদ্দিকুল্লা দূর হটো’!

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী।তাঁর বিধানসভার কেন্দ্রে অন্তর্গত মেমারি ২ নং ব্লক সভাপতির সঙ্গে মন্ত্রীর বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি মেমারি ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের দলের সভাপতিদের নাম ঘোষণা করেন সিদ্দিকুল্লা। এমনকী, প্রকাশ্য জনসভায় বলেন, ‘ইসলাইল যদি দল করতে চায়, তাহলে দরজা খোলা আছে। খিড়কি নয়, একটাই দরজা। কিন্তু বাইশ ধরে একটা লোক সভাপতি থাকবে, ছড়ি ঘোরাবে। সেটা হবে না’।

এরপরেই মেমারি ২ নম্বর ব্লকে এবার সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে মিছিল বের করলেন মহম্মদ ইসলাইলের অনুগামীরা। মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ, ‘উনি একজন পরিযায়ী নেতা। মঙ্গলকোটে খুন করে বিতাড়িত হয়েছে। এখানেও দ্বন্দ্ব লাগিয়ে খুন করতে চাইছেন। মিথ্যা কথা বলে এলাকা উত্তপ্ত করতে চাইছেন’।