বিবিপি নিউজ: আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অস্ট্রেলিয়ার পুলিশ। বিগত কয়েক মাস ধরে পুলিশের নজরে ছিল একটি জাহাজ। কিন্তু হাতের নাগালে পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার পুলিশ। অবশেষে চার মাস ধরে যৌথ অভিযানের পর আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অস্ট্রেলিয়া এবং আমেরিকার পুলিশ।
অস্ট্রেলিয়াগামী ওই জাহাজ থেকে ৬৬৭ কোটি আমেরিকান ডলার মূল্যের প্রায় আড়াই টন মাদক উদ্ধার করল তারা। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বাজারদর প্রায় ৫,৫৩২ কোটি টাকা। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ।