বিবিপি নিউজ: ফের মহানগরীতে যকের ধন! টাকার পাহাড় যেন অলিতে গলিতে। এবার নিউটাউনের এক কল সেন্টারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কিভাবে ওই বিপুল পরিমাণ টাকা ওখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল নিউটাউনের ওই কল সেন্টারে হানা দেয়। তারপর তল্লাশি চালাতেই সেখান থেকে মেলে ৩ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজার টাকা। বেশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রীও উদ্ধার হয়েছে সেখান থেকে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কল সেন্টারের আড়ালে হাওয়ালার মাধ্যমে টাকার লেনদেন চালাতেন অভিযুক্তরা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা জানার চেষ্টা করছে পুলিশ।