রোনাল্ডোকে দেখে মেসি সেরা বলে চিৎকার, ক্ষেপে আগুন সিআর সেভেন

বিবিপি নিউজ: চলতি বছরের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে সৌদি ক্লাবে নিজেকে মেলে ধরতে না পারলেও সময়ের ব্যবধানে নিজের জাত চিনিয়েছেন সিআর সেভেন।

শনিবার সৌদি প্রো লিগের দল আল বাতেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় রোনালদোর ক্লাব আল নাসর। খেলার মাঝ বিরতিতে টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন পর্তুগিজ সুপারস্টার। পাশ থেকে এক খুদে দর্শক তাকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বসেন, ‘মেসিই সর্বকালের সেরা।’

ওই দর্শকের এমন কথা শুনে রোনালদো সঙ্গে সঙ্গে ক্ষেপে যান। তিনি বলতে থাকেন, তাহলে এখানে কেন এসেছো? যাও মেসির খেলা দেখো। এ কথা বলে রাগে গজগজ করতে করতে ড্রেসিংরুমের দিকে যান তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ৩-১ গোল ব্যবধানে জিতে নিয়েছে রোনালদোর ক্লাব। সেই সঙ্গে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আল নাসর।