১ লাখ টাকা জরিমানা দিতে হল আদালতে,দিল্লির যেতেই হচ্ছে কেষ্টর

বিবিপি নিউজ: ১ লাখ টাকা জরিমানা করা হল তৃনমূল নেতা‌ অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মিললো না জামিন। ফলে বীরভূমের প্রভাবশালী এই নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

এবার তিহাড় বা দিল্লির জেলেই ঠাঁই হচ্ছে অনুব্রতর। অনুব্রতকে দিল্লি বা তিহাড় নিয়ে যাওয়ার আগে তাঁর শারীরিক পরীক্ষা করতে হবে। এটি করাতে হবে কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা হাসপাতাল বা চিকিৎসকের কাছে। সেখান থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যাবে।

অনুব্রতর আইনজীবী এদিন সোমবার পর্যন্ত তাঁর একটা রক্ষাকবচ চাইছিলেন। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি। ইডির বক্তব্য ছিল কলকাতা হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে অনুব্রত। কারণ তাঁর আইনজীবী দিল্লি হাইকোর্টে গিয়ে বলেছেন, কলকাতা হাইকোর্ট থেকে তারা মামলা প্রত্যাহার করে নেবেন। কিন্তু সেই মামলা প্রত্যাহার না করে তাঁরা সওয়াল জবাব করেন। এটিকে হ্যারাস বলেই মনে করছে আদালত। এর জন্য আজ অনুব্রত মণ্ডলকে ১ লাখ টাকা জারিমানা করল হাইকোর্ট।

ইডির তরফ থেকে আদালতে বলা হয় অনুব্রতর চিকিৎসার ব্যবস্থা করা হবে এইমসে। পাশাপাশি তাঁকে প্রয়োজন পড়ল এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হবে। তবে আদালত নির্দেশ দেয় কলকাতায় কেন্দ্রের অধীনে থাকা হাসপাতাল অনুব্রতকে ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।