সীমান্তে পাচারের আগে উদ্ধার ১.৫ কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার ২

বিবিপি নিউজ: দুই চোরাচালানকারী সহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বাজেয়াপ্ত করা ২২ টি সোনার বিস্কুটের মোট ওজন ২.৫৬৬ কেজি বলে জানা যাচ্ছে। যার আনুমানিক মূল্য ১,৪৪,০১,৫৭১ টাকা।

দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে থাকা বিএসএফ জওয়ানরা এদিন বনগাঁর জয়ন্তীপুর সীমান্ত এলাকা সোনার বিস্কুট সহ দুই চোরাকারবারীকে আটক করে। সূত্রের খবর, বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল অভিযুক্তরা।

জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকার টহলরত বিএসএফের কর্মীরা এদিন গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা। জওয়ানরা তাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে তত্‍পর ছিল জওয়ানরা। পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে যায় দুজনই। আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চলে মোটরসাইকেলেও। সিটের নীচে তল্লাশি করতেই চোখ কপালে উঠে যায় বিএসএফ জওয়ানদের। দেখা যায় সেকানেই কালো রঙের কাপড়ে কিছু একটা মোড়া রয়েছে। খুলতেই দেখা যায় ৩টি প্যাকেট রয়েছে ২২টি সোনার বিস্কুট। এরপরই গ্রেফতার করা হয় জহির এবং গিয়াসউদ্দিন নামে দুই পাচারকারীকে।