বিবিপি নিউজ: ফরাসি ক্লাব পিএসজিতে ইনজুরির তালিকা বাড়ছেই। কয়েকদিন ধরেই মাঠের বাইরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চোটের সঙ্গে রীতিমতো যুদ্ধ করছেন ব্রাজিল স্ট্রাইকার নেইমার। এবার ক্লাবটির ইনজুরির সর্বশেষ তালিকায় যুক্ত হলেন লিওনেল মেসি।
লিগ ওয়ান চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট নিয়েও বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে দলটি। এমবাপের পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
ফরাসি দৈনিক লেকিপে শুক্রবার এক প্রতিবেদনে লিখেছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন মেসি। আগামী মঙ্গলবার ইউরোপ সেরার মঞ্চে তাই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা ক্ষীণ।
ফরাসি কাপ থেকে মার্সেইর বিপক্ষে ছিটকে পড়ার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মেসি। সে কারণে আজ শনিবার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না এটা অনেকটা নিশ্চিত। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয়-বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
যদিও ইউরোপ সেরার মঞ্চে আর্জেন্টাইন তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে ফরাসি দৈনিকগুলো ক্লাবটির বরাতে জানিয়েছে, মেসির চোট নিয়ে তেমন দুশ্চিন্তায় নেই তারা। মঙ্গলবারের ম্যাচের আগেই সেরে উঠার ব্যাপারে আশাবাদী তারা।