সোহমের লাল সুটকেস নিয়ে পালালো দেব, অঙ্কুশ কে, টুইট করে অভিযোগ অভিনেতার

বিবিপি নিউজ: টলিউডের অন্যত্তম জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আর সেই অভিনেতার লাল সুটকেস নিয়ে ঘুরতে চলে গেলেন সংসদ অভিনেতা দেব।

আর সেই কথা ট্যুইটারে জানালেন সোহম। ট্যুইট করে সোহম লিখেছেন, “ভাই দেব তুই প্রজাপতির মতোন এদিন ওদিক ঘুরে বেড়াচ্ছি আমার লাল সুটকেস নিয়ে, আর আমি এদিকে লাল সুটকেস দেখেছেন বলে যাচ্ছি “।

অভিনেতা শুধু দেবকেই নয, টলিউড ইন্ডাট্রির মাইলেষ্টন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টুইট করে লাল সুটকেসের কথা জানিয়েছেন। আর এই তালিকায় রয়েছে, সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী পায়েল, বেষ্ট জুটি বনি কৌশানী কেও ট্যুইট করেন সোহম।

আসলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষাল পরিচালিত নতুন সিনেমা ‘লাল সুটকেসটা দেখেছেন’।

এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তী এবং টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে।

সেই সিনেমার সম্প্রচারের জন্যই অভিনেতা সোহম দেবের ছবির সাহায্য নিয়েছিলেন।দেবের ছবি এডিট করে লাল সুটকেস বসিয়েছিলেন তিনি। তবে এদিন সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে আরো একবার নতুন করে দুই অভিনেতার বন্ধুত্ব প্রকাশিত হয়েছে অনুগামীদের সামনে।