মদ্যপান করে স্ত্রীকে মারধর ভারতীয় ক্রিকেটারের, স্বামীর নামে থানায় অভিযোগ

বিবিপি নিউজ: মদ্যপান করে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে। তাঁর স্ত্রী মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন।বিনোদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়া আঘাত) ও ৫০৪ (অপমান করা) ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বিনোদ। এরপরেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। বচসার সময় রেগে স্ত্রীকে মারধর করেন। এর পর বান্দ্রার এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান বিনোদের স্ত্রী। তারপরই বান্দ্রা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য ছোটেন আন্দ্রেয়া। বিনোদের স্ত্রী জানিয়েছে, রান্না করার প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন।
পাশাপাশি মত্ত অবস্থায় চলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।