মাঝ আকাশে আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, জরুরি অবতরণ

বিবিপি নিউজ: মাঝ আকাশে আগুন লাগলো এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। বিপদ এড়াতে ফ্লাইটটি আবু ধাবির বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

জানা গেছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল। বিমান ওড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরেই অবতরণ করানো হয়। বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি উড়ানো শুরু করতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। পরে মাঝ আকাশ থেকেই ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্লাইটটি যখন এক হাজার ফুট উচ্চতায়, ওই সময়ে বিমানের একটি ইঞ্জিনে এ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবু ধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়।