থমথমে ভাঙড়, মোতায়ে পুলিশ

বিবিপি নিউজ: থমথমে পরিস্থিতি ভাঙড়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বুধবার আরও ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধায়কের ১৩ দিন জেল হেফাজত হওয়ায় কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফুঁসছেন।
তবে এই আতঙ্কের বাতাবরণের মধ্যেই ভাঙড়ে পুলিশি টহল চলছে। কখনও কেএলসি থানা, কখনও কাশীপুর থানা বা লালবাজার থেকেও ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। একাধিক আইএসএফ নেতাকর্মীকে আটক বা গ্রেফতার করা হচ্ছে বলেও খবর। আইএসএফ সমর্থকদের অভিযোগ, পুলিশি অভিযানের জেরে আইএসএফের একাধিক কর্মী-সমর্থক এবং ভাঙড়ের নেতারা নিজেদের বাড়িতেও থাকতে পারছেন না।