বিবিপি নিউজ: আমি স্বপ্নে দেখি যে, আমি মারা যাচ্ছি। এ সময় আমি বলছি যে, হে আল্লাহ, আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিয়ো না। আমাকে দুনিয়াতে আমল করা সুযোগ দাও। তারপর ঘুম ভেঙ্গে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কী ?
ব্যাখ্যা: ইবনে সিরীন [রহ] বলেন- যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে কোনো রোগ-ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত ছাড়াই মারা গেছে, তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে মারা গেছে, আর এ কারণে কান্নাকাটি ও দাফন-কাফনে লোকজন জড়ো হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে। কিন্তু তার আখেরাত অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় আছে। কিন্তু যদি দেখে যে, সে মারা গেছে, তবে মৃত্যুর কোনো পরিবেশ সেখানে নেই। তবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে।
ঘুমিয়ে কোনও স্বপ্ন দেখেন না এরকম মানুষ হাতে গোনা। নানা ধরনের স্বপ্ন আমরা রাতে থাকি। বেশিরভাগ সময় তো আবার সকালে উঠে তা মনেও পরে না। কখনও প্রতিদিনের রোজনামচাও দেখে থাকি আমরা। তবে রাতের স্বপ্ন ভয়াবহ হয়ে ওঠএ যখন কারও মৃত্যু দেখে থাকে কেউ। বিশেষ করে নিজের বা প্রিয় মানুষের। মন বিষাদে ভরে ওঠে। একটা ভয়ও কাজ করতে থাকে। কেউ বলেন এই ধরনের স্বপ্ন দেখা অশুভ, তো কেউ বলেন স্বপ্নে যার মৃত্যু হচ্ছে তার নাকি বাস্তবে আয়ু বাড়ছে। জানুন স্বপ্ন-বিশারদরা কী বলছেন এই নিয়ে–
বিশেষজ্ঞদের মতে, স্বপ্নের মৃত্যু মানেই কিন্তু খারাপ নয়। বরং পুরনো কিছু শেষ হয়ে গিয়ে নতুনের শুরু হওয়া। আপনি কার মৃত্যু দেখছেন ও কীভাবে মৃত্যু দেখছেন, তার ওপর নির্ভর করেই কিন্তু স্বপ্নের অর্থ বদলায়। স্বপ্নে কোনও বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনও অভ্যাসকে এবার বদলে ফেলার সময় এসে গিয়েছে।