মঞ্চে গান গাইতে গিয়ে আক্রান্ত কৈলাস খের!

বিবিপি নিউজ: মঞ্চে গান গাইতে গিয়ে আক্রান্ত হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৈলাস খের। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাম্পিতে। কড়া নিরাপত্তা সত্ত্বেও তাঁর দিকে জলের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে হাম্পি উৎসব চলছিল। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস ছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পী। ছিলেন কৈলাসের বলিউড সতীর্থ আরমান মালিকও।
সেখানেই গাইতে এসেছিলেন কৈলাস। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে ওই এলাকায়।

Hampi utsava 2023#armaanmalik #HampiUtsav2023 #kreativemarketer@ArmaanMalik22 @talesarakhushi pic.twitter.com/tbAjsw6bZP

— Kreative Marketer (@talesarakhushi) January 29, 2023