মা হারালেন রাখি, ভেঙে পড়লেন অভিনেত্রী

বিবিপি নিউজ: মাতৃহারা হলেন বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন রাখির মা জয়া ভেদা।

জানা গেছে, ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। রাখি জানিয়েছিলেন যে, তাঁর মায়ের চিকিৎসায় তাঁকে সাহায্য করেছেন সলমান খান থেকে শুরু করে মুকেশ আম্বানি।

শনিবার মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন রাখি। কান্নায় নিজেকে ধরে রাখতে পারছিলেন অভিনেত্রীকে। তাঁকে সামলাচ্ছিলেন তাঁর বান্ধবী ও আত্মীয় পরিজনেরা।

হাসপাতালে মায়ের মৃত্যু সংবাদ জানার পর কান্নায় মাটিতে বসে পড়েন অভিনেত্রী। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ আমার মাথার উপর থেকে মায়ের হাতটাও সরে গেল।

আমার আর হারানোর কিছু রইল না। তোমায় ভালোবাসি মা। তোমায় ছাড়া কিছুই রইল না। এখন কে আমার চিৎকার শুনবে। কে আমায় জড়িয়ে ধরবে? এখন আমি কি করব? কোথায় যাব? আই আমি তোমায় মিস করব’।