পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত একাধিক

বিবিপি নিউজ: মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে গিয়ে বিপত্তি। প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিক। এছাড়াও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদের মধ্যে মহিলা ও শিশুরা রয়েছেন।

শনিবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকের বাদামবা-গোপীনাথপুর টি-ব্রিজে। মকর সংক্রান্তি উপলক্ষ্যেই টি-ব্রিজের উপর লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড় জমেছিল। সিঙ্ঘনাথ মন্দির ও মন্দির সংলগ্ন মেলাতেই যাচ্ছিলেন পুণ্যার্থীরা। এদিন বিকালে অত্যধিক ভিড়ের চাপেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। শিশু, মহিলা সহ বহু মানুষ পদপিষ্ট হন। ঘটনায় গুরুতর জখম হন প্রায় ২০ জন। পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই গুরুতর আহত ২ জনের মৃত্যু হয়। বাকিরা কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন।

ছবি: টাইমস অফ ইন্ডিয়া