বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে রহস্যময় আলোয় চাঞ্চল্য দেখা দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকায়। এদিন সন্ধ্যায় আকাশে একটি তীর্যক আলোর ছটা দেখতে পাওয়া যায়। কেউ কেউ এই আলো দেখে প্রথমে ভয়ে পেয়ে যায়, অনেকেই আবার উল্কাপাত বলে মনে করেন। অজানা আলোর উপস্থিতি ঘিরে চর্চায় মেতে ওঠে সারা বাংলা। যদিও কিছুক্ষণ পরই জল্পনার অবসান হয়।
জানা গিয়েছে, ওডিশার চাঁদিপুর থেকে অগ্নি-৫ (Agni-V) ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে ডিআরডিও। তা থেকেই আলো দেখা যায় আকাশে। যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি ডিআরডিও-র তরফে। অগ্নি-৫ ডিআরডিওর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। যা কিনা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এর মধ্যে যেকোনও লক্ষ্যবস্তুতি আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র।