বিবিপি নিউজ: আগামীকাল সোমবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লিতে পৌঁছে যোগ দেবেন জি ২০ বৈঠকে। পরদিন আজমেঢ় ও পুষ্কর সফরে যাবেন তিনি। বুধবার দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন।
সোমবার দিল্লিতে পা রেখেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে চলে যাবেন মমতা। মঙ্গলবার দিল্লি থেকে ব্যক্তিগত সফরে যাবে রাজস্থানের আজমেঢ় ও পুষ্করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করছে অশোক গেললট সরকার। রাজস্থান সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যাবেন আজমেঢ় শরিফ ও পুষ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরের জন্য বিশেষ রুট তৈরি করেছে গেহলট প্রশাসন। মুখ্যমন্ত্রীর যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজস্থান পুলিশের বিশেষ টিম।