নিখোঁজ তৃনমূল বিধায়ক, সন্ধান চেয়ে ছবি সহ পোষ্টার দেওয়ালে!

বিবিপি নিউজ: ফের তৃনমূল বিধায়কের সন্ধান চেয়ে নিখোঁজ পোষ্টর একের পর এক দেওয়ালে। আর সেই বিধায়ক আর কেউ নন, হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। সন্ধান চাই লেখা একাধিক পোস্টার পড়েছে হিন্দমটর এবং উত্তরপাড়া এলাকায়। কারা এই পোস্টার লাগিয়েছে তা যদিও এখনও জানা যায়নি।

স্থানীয় মানুষেরা জানিয়েছে, এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিক সবসময় এখানে আসেননা। সদ্য শেষ হওয়া কালীপুজোতেও দেখা যায়নি কাঞ্চন মল্লিককে। দুর্গাপুজোর সময় দুই-একটি বড় পুজোয় তাঁকে দেখা গেলেও তারপরে আর কোথাও দেখা যায়নি বিধায়ককে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। তাদের দাবি নির্দিষ্ট দিনে নিজের অফিসে আসেন এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং এলাকার মানুষের সব সমস্যার কথা তিনি শোনেন বলেও জানানো হয়েছে দলের তরফে। এই বিষয়ে অভিনেতা বিধায়ক
কাঞ্চন মল্লিক জানিয়েছেন, ‘আজ আমি উত্তরপাড়াতেই রয়েছি। আমায় খুঁজে না পাওয়া গেলে কি আমার ভুত ঘুরে বেরাচ্ছে এখানে?’ কারা পোস্টার লাগিয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘নিশ্চয়ই কোনও একটি বিরোধী দল এই কাজ করেছে।’