কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই বিবিপি নিউজ পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো অনলাইন সংবাদ মাধ্যমের শক্তি। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ বিবিপি নিউজ- এর খবর পড়েন ও দেখেন। বিবিপি নিউজ যাত্রা শুরু করেছিল ৮ ফেব্রুয়ারি, ২০১৭। কয়েকজন কলেজ পড়ুয়াদের নিয়ে 'বিবিপি নিউজ'- এর আত্মপ্রকাশ ঘটেছিল। ইতিমধ্যেই কয়েক কোটি বাঙালির খবরের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট হয়ে উঠেছে। bbpnews24x7.com বাংলা ভাষায় ভারতের এক অন্যতম নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটে। সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় অনলাইন সংবাদ মাধ্যম 'বিবিপি নিউজ'- এর পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। আগামী দিনে আরও বাড়বে।
Contact us: bbplive.news@gmail.com
© BBP NEWS